এগ্রিলাইফ২৪ ডটকম: এক্সপোজার ভিজিট-এর অংশ হিসেবে রবিবার (১২ জানুয়ারী) নেত্রকোনার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-RMTP-Poultry-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন CCDB-এর উপকারভোগীরা। CCDB (Christian Commission for Development in Bangladesh) গোপালগঞ্জ এর মুকসুদপুর হতে আগত ২০ জন এর একটি পরিদর্শক টীম এ পরিদর্শনে অংশ নেন তন্মধ্যে ১৫ জন ছিলেন প্রকল্প উপকারভোগী।
পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় এ উল্লেখযোগ্য কার্যক্রম ছিল: "হাঁসের খাদ্য খরচ কমাতে বানিজ্যিক ভাবে শামুক চাষ প্রদর্শনী"। শামুক প্রোটিনের ভালো একটি উৎস, শামুক চাষ প্রদর্শনী শেষে মাঠে বানিজ্যিক উপায়ে ডিম পাড়া বিভিন্ন হাঁস প্রদর্শনী দেখানো হয়। পরবর্তীতে পরিদর্শন করা হয়" ইনকিউবেটরে হাঁসের বাচ্চা উৎপাদনে বাদশা হাঁসের হ্যাচারি, "মাচা পদ্ধতিতে পেকিন হাঁস পালন"।
"পেকিন হাঁস: পরিদর্শক টীম এর উদ্যোক্তাদের জন্য নতুন একটি জাত ছিল। মাংসের জন্য এমন বড় জাতের হাঁস এর সাথে পূর্ব পরিচিত ছিলেন না আগত কিছু উদ্যোক্তাবৃন্দ। এর পাশাপাশি পানি ছাড়াও হাঁস পালন করা যায় এ বিষয়টিও তাদের জন্য নতুন শিক্ষা ছিল।। প্রকল্প এলাকায় হাঁসের মাংস প্রচলন এ মোহনগঞ্জ-এর শাহ রেষ্টুরেন্টে ডিসপ্লে শোকেজ স্থাপন কার্যক্রম পরিদর্শন ছিল অন্যতম। সচরাচর হাঁসের মাংস যেন পাওয়া যায় এবং মানুষ কিচেন ছাড়াও সম্মুখে দেখতে পারে সে উদ্দেশ্যে এই ডিসপ্লে শোকেজ স্থাপন।
বিকেলে উদ্যোক্তাদের পরিদর্শন শেষে ডিএসকে মোহনগঞ্জ আঞ্চলিক অফিসে একটি মুক্ত আলোচনা, মত বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন DSK-RMTP এর মুখ্য কর্মকর্তা জনাব মো: রুহুল আমিন,আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: আনোয়ার হোসেন,শাখা ব্যবস্থাপক: আলমগীর আজাদ, প্রকল্প ব্যবস্থাপক ডা: ঐশ্বর্য মজুমদার , প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার - ফাহিম আলনূর ও রিপন পাল,একাউন্টস-এডমিন ও প্রকিউরমেন্ট অফিসার দেলোয়ার হোসেন, সিসিডিবির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বৃন্দ ও এক্সপোজার ভিজিটে আগত উদ্যোক্তাবৃন্দ।