কৃষি কর্মকর্তা, কীটনাশক ডিলার ও কৃষকদের নিয়ে রাজশাহীতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

মো: আমিনুল ইসলাম: রাজশাহী অঞ্চলের কৃষি কর্মকর্তা, কীটনাশক ডিলার ও কৃষকদের নিয়ে "Implementing Agricultural Pesticide Dealers Networking in Bangladesh" শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী ও FAO এর আয়োজনে হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোতালেব হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), ডিএই, রাজশাহী অঞ্চল, রাজশাহী; বিশেষ অতিথি মো: আব্দুল ওয়াদুদ, উপপরিচালক, ডিএই, নাটোর; মো: আবুল কালাম আজাদ, উপপরিচালক, ডিএই, নওগাঁ ; মোছা: উম্মে সালমা, উপপরিচালক, ডিএই, রাজশাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী হোসেন, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব ড. পলাশ সরকার, উপপরিচালক, ডিএই, চাঁপাইনবাবগঞ্জ।

কর্মশালায় কারিগরি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের কীটনাশকের ব্যবহার অত্যন্ত বেশি। কৃষকদের ও কীটনাশক ব্যবসার সাথে জড়িত কোম্পানি এবং ডিলারকে কীটনাশকের ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই আয়োজন।

কর্মশালায় খুচরা বালাইনাশকের এক্সেল শিট প্রস্তুতকরণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন তানজিলা ইসলাম, মনিটরিং ও মূল্যায়ন বিশেষজ্ঞ, FAO বাংলাদেশ।

প্রধান অতিথি ড. মো: মোতালেব হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), ডিএই, রাজশাহী অঞ্চল, রাজশাহী তার বক্তব্যে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্ব-উদ্যোগে বালাইনাশকের ডিলার ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনাবৃদ্ধি করে থাকে। যাতে সঠিক বালাইনাশকের ব্যবহার নিশ্চিত হয়। উপস্থিত সকলকে ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশিক্ষণ অফিসার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম; মনিটরিং ও মূল্যায়ন অফিসার, এডি ডিএই অফিস, রাজশাহী; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), অতিরিক্ত উপ পরিচালক (পিপি), অতিরিক্ত উপপরিচালক (শস্য), উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বালাইনাশক কোম্পানি প্রতিনিধি, বালাইনাশক ডিলার, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, তানজিম ইসলাম, মনিটরিং ও মূল্যায়ন বিশেষজ্ঞ, FAO বাংলাদেশ, মোঃ শরিফুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী সহ প্রায় ১৫০জন উপস্থিত ছিলেন।