এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বি.এল.এস) উদ্যোগে রাজশাহীর রাজাবাড়ী এলাকায় বিরোইল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিএলএস দিবস উদযাপন ২০২৫ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল, ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৪.৩০ টায়, অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন- রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস), মো. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, বিরোইল উচ্চ মাধ্যমিক বিদ্যাল্ ডা. মো. আল হেলাল মন্ডল, ভেটেরিনারি সার্জন, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম মিলন, সদস্য, বি.এল.এস। এছাড়া বক্তব্য রাখেন: ডা. মো. আসিক বিল্লাহ (ব্র্যাক এআই এন্টারপ্রাইজ), মো. মিজানুর রহমান আরেফিন, কাজল রেখা (ব্র্যাক এআই এসপি), জাহিদ হাসান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠনের শুরুর দিকে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বি.এল.এস) নতুন বছরের লাইভস্টক সম্পৃক্ত দিবস উল্লেখ করে ক্যালেন্ডার উম্মোচন করা হয়। ক্যাম্পে প্রায় ৫০০ গরু, ছাগল ও ভেড়ার বিভিন্ন ধরনের কৃমি এবং ভিটামিন জাতীয় ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তি খয়ের আলী বলেন, “সরকারি প্রাণিসম্পদ দপ্তর থেকে এরকম কোনো উদ্যোগ আগে নেওয়া হয়নি।” প্রধান অতিথি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম বলেন, “যদিও প্রাণিসম্পদ খাত বাংলাদেশে নেগ্লেক্টেড একটি সেক্টর, তবে মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদই মূল ভূমিকা পালন করে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রাণিসম্পদ সেক্টরের প্রতি আরও মনোযোগ দেওয়া জরুরি।”
বি.এল.এস-এর সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, “প্রাণিসম্পদ দপ্তরের সীমিত জনবল দিয়ে দেশের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনবল কাঠামো ঢেলে সাজানো এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বিত উন্নয়ন কার্যক্রম।”
সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এই উদ্যোগে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ এবং ব্র্যাক এআই এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করে ব্র্যাক এআই এন্টারপ্রাইজ।