হবিগঞ্জে "শীতকালীন খামার ব্যবস্থাপনা" শীর্ষক এক কারিগরী কর্মশালার আয়োজন করলো এজি এগ্রো

এগ্র্রিলাইফ২৪ ডটকম: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে হবিগঞ্জে "শীতকালীন খামার ব্যবস্থাপনা"-শীর্ষক এক কারিগরী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) হবিগঞ্জে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিপোতে আয়োজিত এ কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন খামারী অংশ নেন।

অনুষ্ঠানে খামারিরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শীতকালে মুরগি পালন বিশেষ করে ব্রুডিং ম্যানেজমেন্ট, শেডে পর্দা ব্যবস্থাপনা সহ নিত্য নতুন ইনোভেটিভ কারিগরী বিষয়াদি জানতে পারেন এবং সে অনুযায়ী খামার ব্যবস্থাপনার দিক নির্দেশনা পান। এছাড়া দুগ্ধবতী গাভী পালন, গরু মোটাতাজাকরণ, মাছ চাষ বিষয়ক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন বিশষজ্ঞ বক্তারা।

কোম্পানির ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেন কৃষিবিদ কেএম নুরুদ্দিন ফয়সাল, এজিএম ফিস ফিড সেলস এন্ড মার্কেটিং। শীতকালীন মুরগি পালন, দুগ্ধবতী গাভী, গরু মোটাতাজাকরণ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন, হেড অফ টেকনিক্যাল এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন আরএসএম হবিগঞ্জ রিজিয়ন, মোহাম্মদ বোরহান উদ্দিন, সেলস অফিসার হবিগঞ্জ -১।

উক্ত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা বিশেষভাবে উপকৃত হন। প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে কোম্পানির বাজারজাতকৃত পণ্য সমূহের ক্যাটালগ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।