প্রান্তিক খামারিদের উন্নয়নে গবাদিপশুর স্বাস্থ্যসেবা প্রদান করছে এসিআই এনিমেল জেনেটিক্স

এগ্রিলাইফ২৪ ডটকম: "বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এসিআই এনিমেল জেনেটিক্স আজ ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার পাবনা জেলার ফরিদপুরে ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন ও বাছুরের মেলার আয়োজন করে। প্রান্তিক খামারিদের স্বাস্থ্যসেবা প্রদান এবং গবাদিপশুর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় খামারিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. গোপেশ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর। বিশেষ অতিথি ছিলেন ডা. মো: আলহাজ উদ্দিন, ভেটেরিনারি সার্জন। বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক এবং সভাপতিত্ব করেন এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডিরেক্টর মোঃ মোজাফ্ফর উদ্দিন আহমেদ।

এই ক্যাম্পে খামারিদের জন্য গবাদিপশুর রোগ নির্ণয়, চিকিৎসা এবং উন্নত যত্নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞরা বাছুরের মানোন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। বাছুর মেলায় অংশগ্রহণকারী খামারিরা তাদের পালিত বাছুর প্রদর্শন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ লাভ করেন। খামারিদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।

উপস্থিত অতিথিরা এসিআই এনিমেল জেনেটিক্সের উদ্যোগকে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের মাঝে উন্নত প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় খামারি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং এসিআই এনিমেল জেনেটিক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।