এসিআই সীডের উদ্যোগে যশোরে অনুষ্ঠিত হলো “উইন্টার ক্রপশো ২০২৫”

এগ্রিলাইফ২৪ ডটকম: সম্প্রতি যশোর সদরের চূরামনকাটি ইউনিয়নের বাঘমারা গ্রামে এসিআই সীডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “উইন্টার ক্রপশো ২০২৫” । শের কৃষি খাতে নতুন প্রযুক্তি ও উন্নত জাত উদ্ভাবনে অগ্রগতি প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ১৫টি ফসলের ৭৪টি উন্নত জাত। অনুষ্ঠানে সারাদেশ থেকে এসিআই সীডের ১০০-এর অধিক বিক্রয় প্রতিনিধি ও হেড অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও অত্র এলাকার প্রগতিশীল কৃষক, বীজ ব্যবসায়ী, সাংবাদিক ও কৃষি সংশ্লীষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসিআই সীডের নিজস্ব উদ্ভাবিত লাউ এবং মিষ্টিকুমড়োর অসাধারণ ফলন আমন্ত্রিত সকলকে মুগ্ধ করে। পাশাপাশি, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত বাধাকপি, ফুলকপি, মুলা, এবং টমেটোর উন্নত জাতগুলোর ফলন উপস্থিত সকলকে আকর্ষণ করে। এবারের ক্রপশোতে নতুনত্বের ছোঁয়া এনেছে সূর্যমুখী, লেটুস এবং অর্নামেন্টাল মাস্টার্ড। এ সকল ফসলের মাধ্যমে কৃষি খাতে বৈচিত্র এবং উদ্ভাবন নিয়ে এসিআই সীড যে অগ্রগতির পথে রয়েছে, তা এই প্রদর্শনীতে স্পষ্ট হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে এসিআই সীড কৃষকদের কাছে তাদের উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবিত জাত সম্পর্কে সরাসরি উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সকলকে জানার সুযোগ করে দিয়েছে। দেশের কৃষি উন্নয়নে এসিআই সীডের এ উদ্যোগ কৃষি উদ্যোক্তাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।