প্রাণিসম্পদ খাতের আধুনিক ব্যবস্থাপনা ও কারিগরি জ্ঞান প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত করতে হবে

এগ্রিলাইফ প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের আধুনিক ব্যবস্থাপনা ও কারিগরি জ্ঞান প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত করতে হবে। এ লক্ষে রাজশাহীর মোহনপুরে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল "শীতকালীন মুরগি ও গবাদিপশু পালন" বিষয়ক কর্মশালা। প্রান্তিক খামারিদের মাঝে কারিগরি সেবা পোঁছে দেওয়ার লক্ষে কর্মশালাটির আয়োজন করে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন ডা: মোঃ শাহাদাত হোসেন, হেড অফ টেকনিক্যাল, মো: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় খামারিদের জন্য শীতকালে মুরগি ও গবাদিপশুর পরিচর্যা, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন ৪০ জন খামারি ও আগ্রহী উদ্যোক্তা, যেখানে প্রাণিসম্পদ খাতের আধুনিক ব্যবস্থাপনা ও কারিগরি জ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: গোলাম মোস্তফা, ম্যানেজার (ক্যাটেল ফিড সেলস), মো: শরীফ শাহ সজল (আরএসএম, পাবনা রিজিওন) ও মো: সাকিব (সেলস অফিসার, পাবনা-০২)।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নতুন জ্ঞান অর্জন করে তাদের খামারের উন্নয়নে তা প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত খামারিরা। কর্মশালায় অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ তাদের খামারকে আরও লাভজনক ও সহজ করতে সাহায্য করবে।