আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় মানসম্পন্ন এনিমেল হেলথ্ পণ্য উপস্থাপিত হওয়া প্রয়োজন

রাজধানী প্রতিনিধি: আমাদের এই শিল্পে যেমন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, তেমনই এই পোল্ট্রি শিল্পে যারা পেশাজীবী তাদের মধ্যে বিশেষ করে আমরা যারা অ্যানিমেল হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করি তাঁদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করে। আমরা মাঠ পর্যায়ে কাজ করার সুবাদে দেখতে পাই একটা সময়ে যে এলাকায় পোল্ট্রি খামার গড়ে উঠেছিল সেখানে এখন শেড গুলো খালি অথবা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মূলত নানা কারণে প্রান্তিক খামারীদের ঝরে পড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো-উপলক্ষে এগ্রিলাইফকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে একজন পোল্ট্রি পেশাজীবি হিসেবে এসব কথা বলেন, এসিআই এনিমেল হেলথ্-এর হেড অব বিজনেস, ডা. মোহাম্মদ আমজাদ হোসেন। মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

ডা. মোহাম্মদ আমজাদ বলেন, খামারে যদি মুরগি না থাকে তাহলে আমরা অ্যানিমেল হেলথ সামগ্রীগুলি কোথায় বিপণন করব? এর পাশাপাশি অনেক সময় নিম্নমানের অ্যানিমেল হেলথ সামগ্রী বাজারে থাকায় আমরা যারা মানসম্পন্ন অ্যানিম্যাল হেলথ্ সামগ্রী নিয়ে কাজ করি তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখীন হই। খামারিরা সবসময় কম দামের পণ্য খুঁজে থাকেন। এসব বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়৷

আমরা মনে করি এবারের পোল্ট্রি মেলায়‌ সুন্দর সুন্দর মানসম্পন্ন এনিমেল হেলথ্ পণ্যগুলো উপস্থাপিত হবে। আমরা এ সি আই অ্যানিম্যাল হেল্থ এবারেও মেলাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। আমরা বিশ্বের নামীদামী ব্র্যান্ডের পুষ্টি সামগ্রী ও ভ্যাকসিন বাজারজাত করছি। এছাড়া আমাদের নিজস্ব উৎপাদিত পুষ্টি সামগ্রী তো রয়েছেই। আমরা মনে করি এসব পণ্য আমরা যদি সঠিকভাবে সঠিক সময় খামারিদের মাঝে বিজ্ঞানভিত্তিকভাবে উপস্থাপন করতে পারা যায় তাহলে নিঃসন্দেহে পোল্ট্রি সেক্টরে একটি ইতিবাচক ভূমিকা বয়ে আনবে।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করে ডা. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের স্টল নম্বর (Hall- B, Stall No. 82-90)। মেলায় তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।

উল্লেখ্য, “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার।