এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) বিশেষজ্ঞ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেড়া পালনের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। কেজিএফ-এর অর্থায়নে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিভাগ কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের প্রধান গবেষক (PI) প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।
পরিদর্শনকারী কেজিএফ বিশেষজ্ঞ দলে ছিলেন ড. মো. মতিউর রহমান (সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - BARI) ও ড. মাহবুবুর রহমান, পাশাপাশি প্রকল্প দলের সদস্যগণ, PI প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, CoI প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, ড. মো. হেমায়েতুল ইসলাম ও ফিল্ড সহকারী মো. জাহিদ হাসান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশেষজ্ঞ দলটি পবা ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ভেড়া খামার পরিদর্শন করেন এবং মারিয়া, ভূগরইল, দননজয় গ্রামের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শিত কৃষকদের মধ্যে ছিলেন আব্দুল আলিম, কাওসার আলী, আদরী বালা, মোমেনা বেগম, ও কুলসুম বেগম।
কেজিএফ-এর সহযোগিতায় তারা খামার শুরু করে গ্ত ৯-১২ মাসের মধ্যে তাদের ভেড়ার সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান খামারীরা।
বিশেষজ্ঞ দল বলেন, এই ভেড়া পালনের প্রকল্প বারিন্দ অঞ্চলের প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তারা কেজিএফ ও বাংলাদেশ সরকারকে (GoB) ভূমিহীন দরিদ্র কৃষকদের সম্পদ হস্তান্তর ও গবেষণা সহায়তা প্রদানের মাধ্যমে এই ধরনের উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার কেজিএফ-এর অর্থায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিদর্শনকারী বিশেষজ্ঞ দলের মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান।