চট্টগ্রামের কর্ণফুলীতে এসিআই এনিমেল জেনেটিক্স-এর আয়োজনে বৃহত্তম ডেইরি খামারি সমাবেশ

এগ্রিলাইফ প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে এসিআই এনিমেল জেনেটিক্স-এর আয়োজনে দেশের অন্যতম বৃহত্তম ডেইরি প্রোডিউসার গ্রুপের খামারি সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) আভা কনভেনশন হলে আয়োজিত এ কর্মশালায় ২৪৭ জন কমার্শিয়াল ডেইরি খামারি অংশগ্রহণ করেন।

সাড়ে চার ঘণ্টাব্যাপী কর্মশালায় সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৭০০ গাভীর মালিকগণ সরব উপস্থিতি জানান দেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ফরহাদ হোসাইন, কিউরেটর, হাটহাজারী, ফার্ম বেইজড ক্যাম্পাস, সিভাসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কর্ণফুলী, চট্টগ্রাম এবং ডাঃ মোঃ মশিউর রহমান, ডেইরি কনসালটেন্ট, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম। ।

বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য প্রদান করেন ডাঃ অরবিন্দ কুমার সাহা (চিফ অ্যাডভাইজার, এসিআই এনিমেল জেনেটিক্স) এবং ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক (চিফ অ্যাডভাইজার, এসিআই এনিমেল হেলথ)। এছাড়া কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোজাফ্ফর উদ্দিন আহমেদ (বিজনেস ডিরেক্টর, এসিআই এনিমেল জেনেটিক্স)।

কর্মশালায় ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক জাতীয় প্রজনন নীতিমালা নিয়ে আলোচনা করেন, ইউএলও ও কিউরেটর জাত উন্নয়ন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন এবং খামারিদের অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া হয়। এজিএম এরশাদুল নিজস্ব চাটগাঁইয়া ভাষায় একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন, যা উপস্থিত খামারিদের বেশ আকর্ষণ করে।

অনুষ্ঠানে এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ তুখলিফুল মিয়াদ মঈনের পরিচালনায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেশনও অনুষ্ঠিত হয়। এছাড়া আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডাঃ নাসরিন মিলি (ভিএসও, এসিআই জেনেটিক্স), ভিএসও ডাঃ জয়, এরিয়া সেলস এক্সিকিউটিভ মোঃ মামুন, এবং সিনিয়র মার্কেটিং অফিসার রাজীব দেবনাথ।