"সাসটেইনেবল পোল্ট্রি ফর ইমার্জিং বাংলাদেশ: পোল্ট্রি মেলায় উদ্যোক্তা হওয়ার সুযোগ ঘটবে"

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান আসন্ন আন্তর্জাতিক পোল্ট্রি মেলার স্লোগান "সাসটেইনেবল পোল্ট্রি ফর ইমার্জিং বাংলাদেশ"-কে অত্যন্ত গঠনমূলক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই মেলা বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে একটি টেকসই পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. বয়জার রহমান, পোল্ট্রি সেক্টরে ভেটেরিনারি পেশাজীবীদের জন্য ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তার মতে, পোল্ট্রি শিল্পে স্বনির্ভর উদ্যোক্তা তৈরি হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এছাড়াও, তিনি ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স এসোসিয়েশনের আয়োজিত এই মেলা ও সেমিনারের সাফল্য কামনা করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তার মতে, এই ধরনের আয়োজন পোল্ট্রি শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশকে একটি টেকসই ও স্বনির্ভর পোল্ট্রি শিল্প গড়ে তুলতে সাহায্য করবে।

এই মেলার মাধ্যমে পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের মানুষ একত্রিত হয়ে নতুন ধারণা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাবেন,, যা এই শিল্পের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।