প্রান্তিক খামারীদের নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে দক্ষ করে গড়ে তুলতে হবে

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রান্তিক খামারীদের নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষে নিয়মিতভাবে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গাজীপুরের কালিয়াকৈর থানার ৫০ জন ক্যাটেল খামারীর অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফ টেকনিক্যাল ডা. মোঃ শাহাদাত হোসেন, কৃষিবিদ ভবেশ চন্দ্র রায়, এবং টেকনিক্যাল ম্যানেজার কৃষিবিদ মোঃ হামিদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ ক্যাটেল ফিড সেলস অ্যান্ড মার্কেটিং গোলাম মোস্তফা, গাজীপুর অঞ্চলের আর এস এম অসীম কুমার মন্ডল, এবং সেলস অফিসার মোঃ জহিরুল ইসলাম খান।

এই প্রশিক্ষণের মাধ্যমে খামারীরা তাদের খামার ব্যবস্থাপনা ও পশুখাদ্যের কার্যকর ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন। এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে খামারীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে বলে কর্মকর্তারা জানান।