কক্সবাজারে COAST Foundation-এর আয়োজনে দিনব্যাপী 'পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫'

এগ্রিলাইফ২৪ ডটকম: কক্সবাজারের খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হলো 'পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫'। COAST Foundation-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলায় ৭০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করেন।

মেলায় বিভিন্ন পুষ্টিকর উপকরণ নিয়ে পুষ্টি বিষয়ক বিভিন্ন স্টল (ভিটামিন ও মিনারেল, কৃষি, লাইভ কুকিং, মেডিক্যাল ক্যাম্প, পুষ্টিবিদ স্টল, আদর্শ খামার বাড়ী, ওয়াশ স্টল, স্বাস্থ্যসম্মত স্ট্রিট ফুড) প্রভৃতি স্টল স্থাপন করা হয়। দিনব্যাপী মেলায় পুষ্টি বিষয়ক আলোচনা সভা, পুষ্টিবিদের পরামর্শ, মেডিক্যাল সেবা, সচেতনতামূলক মঞ্চ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় বাসিন্দারা এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই আয়োজন স্বাস্থ্যকর জীবনযাত্রা ও পুষ্টিসম্পন্ন খাদ্যাভ্যাস গড়ে তুলতে জনগণকে অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা জানান।