গবাদি প্রাণির উন্নত সেবায় চকরিয়ায় এসিআই এনিমেল জেনেটিক্সের ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন

এগ্রিলাইফ২৪ ডটকম: “বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ” এ শ্লোগানকে বুকে ধারন করে এসিআই এনিমেল জেনেটিক্সের উদ্যোগে এবং এসিআই এনিমেল হেল্থের সহযোগিতায় ডেমুশিয়া, চকরিয়া, কক্সবাজারে একটি ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক খামারিদের গবাদিপশুর উন্নত সেবা নিশ্চিত করতে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আরিফ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডা. আখতারুজ্জামান শেখ, প্রোডাক্ট এক্সিকিউটিভ, এসিআই এনিমেল জেনেটিক্স, নয়ন দাস, সিনিয়র এরিয়া ম্যানেজার, কক্সবাজার, এনিমেল হেল্থ, ডা. জয় কুমার বেধ, ভিএসও, কুমিল্লা এরিয়া, এনিমেল জেনেটিক্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মো. রুবায়েদুল ইসলাম, ডিলার, এসিআই এনিমেল জেনেটিক্স।

এই ক্যাম্পে খামারিদের জন্য গবাদিপশুর রোগ নির্ণয়, চিকিৎসা এবং উন্নত যত্নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞরা বাছুরের মানোন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত অতিথিরা এসিআই এনিমেল জেনেটিক্সের এই উদ্যোগকে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম প্রান্তিক খামারিদের উন্নত প্রযুক্তি এবং সেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় খামারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এসিআই এনিমেল জেনেটিক্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খামারিদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। এসিআই এনিমেল জেনেটিক্স ভবিষ্যতে গবাদিপশুর উন্নয়নে আরও উদ্ভাবনী এবং কার্যকর কর্মসূচি গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আগত সকলে।