পোষা পাখির চিকিৎসায় মান্দায় ফ্রি চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

এগ্রিলাইফ প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিগ্রামে অবস্থিত শাহ কৃষি তথ্য পাঠাগারে আজ ২৪ মার্চ ২০২৫ তারিখে "পোষা পাখির ফ্রি চিকিৎসা ক্যাম্প-২০২৫" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লাইভস্টক সোসাইটির আয়োজনে এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরবের রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যাপক মো. আজিজুর রহমান এবং শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা এআইপি মো. জাহাঙ্গির আলম শাহ।

অনুষ্ঠানে বক্তারা পোষা পাখির চিকিৎসা ও খামার ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষজ্ঞরা নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে কবুতর পালনকে আরও লাভজনক ও স্বাস্থ্যসম্মত করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

ক্যাম্পে প্রায় ৩৫ জন খামারিকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং কবুতরের সাধারণ রোগ ও চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। খামারিদের উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে ভবিষ্যতে মেলা আয়োজনেরও আহ্বান জানানো হয়।