“নিরাপদ খাদ্যের ভবিষ্যৎ গড়তে চাই একসাথে”-ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

এগ্রিলাইফ প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে সংগঠনটি গবেষক, নীতিনির্ধারক ও কৃষকদের একত্রে নিয়ে জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং নিরাপদ খাদ্যের ভবিষ্যৎ রূপকল্প গঠনের ওপর গুরুত্বারোপ করেছে।

গতকাল ১০ মে রাজধানী ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) অডিটোরিয়ামে সফলভাবে এ সম্মেলন চলাকালীন এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এমনটাই বলেন BSSF-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “BSSF প্রতিষ্ঠার পর থেকে আমরা বৈজ্ঞানিক গবেষণা, নীতি প্রণয়ন ও জনসচেতনতার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের প্রকল্পগুলো কৃষক/খামারীদের প্রশিক্ষণ দিচ্ছে, নিরাপদ ফসল উৎপাদনের প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে এবং পুষ্টি নিরাপত্তা জোরদার করছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু খাদ্য উৎপাদন নয়, বরং রাসায়নিক-মুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে খাদ্য উৎপাদন করা।
BSSF-এর এমন উদ্যোগ শুধু কৃষিখাত নয়, পুরো জাতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।