ফুলগাজীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা তিতাসের সার সুপারিশ কার্ড বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (তিতাস) কর্তৃক মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৪ মে উপজেলা কৃষি অফিস, ফুলগাজীর প্রশিক্ষণ হলে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে ভেজাল সার শনাক্তকরণের উপর আলোচনা রাখেন জনাব ড. নাজমুল হক খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, আঞ্চলিক গবেষণাগার, নোয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষি অফিসার, ফুলগাজী, ফেনী এবং সভাপতিত্ব করেন জনাব ড. মো: হারুন-অর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও টীম লিডার, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার, তিতাস, কুমিল্লা।

ফুলগাজী উপজেলার ৫২ জন কৃষকের মাটি পরীক্ষা করে সুষম সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। মাটি পরীক্ষার গুরুত্ব ও সুষম সার ব্যবহার করে সারের অপচয় রোধ এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আরও উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাব্বির শিবলি, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষাণ- কৃষাণীরা।