এগ্রিলাইফ২৪ ডটকম: ২০২৪-২০২৫ অর্থবছরের *স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট-এর আওতায় আজ বুধবার (১৪ মে) নলছিটি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অর্ধদিবসব্যাপী *নিরাপদ খাদ্য রন্ধন বিষয়ক প্রতিযোগিতা ও প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি, ঝালকাঠি। সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, নলছিটি, ঝালকাঠি। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই ব্যতিক্রমী আয়োজনটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নলছিটি ।
প্রদর্শনী ও প্রতিযোগিতায় উপজেলার ৪০ জন কৃষাণী অংশগ্রহণ করেন। তারা নিজের হাতে তৈরি বিভিন্ন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার প্রদর্শন করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নজরুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কৃষাণীদের উদ্বুদ্ধ করবে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে এবং ভবিষ্যতে নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।”
সভাপতির বক্তব্যে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “এই দেশের কৃষির উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ আয়োজন তারই একটি প্রমাণ।” তিনি উপস্থিত সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।