সিলেটে তেলজাতীয় ফসলের উৎপাদনে অবদানের জন্য কৃষকদের পুরস্কৃত করলো ডিএই

এগ্রিলাইফ২৪ ডটকম: তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় আজ বুধবার (২১ মে) সিলেটে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেটের আয়োজনে এই অনুষ্ঠানে তেল বীজ উৎপাদনে অবদান রাখা কৃষকদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তেলজাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণ হওয়া জরুরি। উন্নত জাতের বীজ ব্যবহার ও কৃষকদের প্রণোদনার মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক, ডিএই সিলেট। তিনি কৃষকদের উদ্যম, পরিশ্রম এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে নির্বাচিত সেরা তেল বীজ উৎপাদনকারী কৃষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত কৃষকরা তাদের সফলতার পেছনের গল্প ও চাষাবাদের কৌশল উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে তেলজাতীয় ফসল চাষে উৎসাহ জোগাবে এবং সামগ্রিকভাবে দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।