"METABO" পোল্ট্রি শিল্পে এক গেম চেঞ্জার পণ্য

এগ্রিলাইফ প্রতিবেদক: পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে, আন্তর্জাতিকমানের প্রাণিস্বাস্থ্য প্রতিষ্ঠান PVS GROUP বাজারে নিয়ে এসেছে একটি যুগান্তকারী পণ্য METABO। তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য পণ্য উৎপাদন ও বিপণনে নেতৃত্বদানকারী PVS GROUP-এর উন্নত গবেষণা ও পরিশীলিত উৎপাদন প্রক্রিয়ার ফসল "METABO" ইতোমধ্যে খামারিদের মাঝে আস্থা অর্জন করেছে।

বিশ্বখ্যাত প্রাণিস্বাস্থ্য প্রতিষ্ঠান PVS GROUP এর উদ্ভাবিত "METABO" এখন পোল্ট্রি খাতের জন্য এক গেম চেঞ্জার পণ্য। "METABO" ব্যবহারে পোল্ট্রি খামারে সর্বোত্তম ফিড কনভারশন রেশিও (FCR) নিশ্চিত হয়, ফলে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয়। এটি ডিম উৎপাদন ও ডিমের গুণগত মান বহুগুণে বৃদ্ধি করে এবং মাংসে চর্বির পরিমাণ কমিয়ে অধিক পুষ্টিসম্পন্ন ও মজবুত গঠন নিশ্চিত করে। "METABO" ব্যবহারে মুরগির আকারের ভিন্নতা হ্রাস পায়, ফলে বাজারজাতকরণে সমতা বজায় থাকে এবং খামারিরা পান বাড়তি লাভ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবহারে ই.কোলাই ও সালমোনেলা প্রতিরোধ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাস এবং আকারের ভিন্নতা কমে খামারের সামগ্রিক উৎপাদনক্ষমতা বাড়ে।এতে করে ভোক্তারা পান আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মুরগি ও ডিম, যা একদিকে ভোক্তাদের জন্য স্বাস্থ্য এবং অন্যদিকে খামারিদের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনে।