অতিরিক্ত সচিবের বগুড়া জেলার কৃষি কর্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

এগ্রিলাইফ২৪ ডটকম: বগুড়া জেলার সমসাময়িক কৃষি কার্যক্রম পরিদর্শন করা জন্য কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন ০৮ আগস্ট ২০২৫ এক সরকারি সফরে বগুড়া জেলায় অবস্থান করেন। শুরুতেই তিনি বগুড়া শিবগঞ্জ উপজেলা চকপাড়া ব্লকে বস্তার আদা চাষসহ কৃষক/কৃষাণীদেরকে নিয়ে উঠান বৈঠক এ অংশগ্রহণ করেন।

এসময় তিনি নতুন নতুন প্রযুক্তিতে ফসল ফালানোর পাশাপাশি শুধু ফসল উৎপাদন করলেই চলবে না, সংগ্রহোত্তর সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। সাধারণত ফসল উত্তোলনের সময় বাজারমূল্য কম পাওয়া যায়। প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে যদি কিছুদিন সংরক্ষণ করা যায় তাহলে বেশি দামে বিক্রি করার সুযোগ সৃষ্টি তৈরি হবে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। বস্তায় ফসল উৎপাদন প্রযুক্তি, মসলা, উদ্যান ও অসময়ে উচ্চমূল্যের ফল-সবজি চাষাবাদের প্রতি গুরুত্ব দেন।

এরপর বিকাল ৩ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ, মসলা গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে বগুড়া জেলার কৃষি মন্ত্রণালয়াধীন সকল দপ্তর/সংস্থার কর্র্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন আমাদের দেশের আবাদি জমিতে অ¤øতার পরিমাণ বেড়ে গেছে। এতে বেশি পরিমাণ সারের প্রয়োজন হচ্ছে। মাটিতে অম্লতার পরিমাণ যত বাড়বে, সারের চাহিদাও তত বাড়বে। এজন্য সঠিকভাবে মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ করা একান্ত দরকার।

তিনি আরো বলেন, গবেষণা প্রতিষ্ঠানকে সুনিদিষ্ট গবেষণা করে তার ফলাফল জাতীয় পলিসি মেকিংয়ে সহযোগিতা প্রদান ও প্রযুক্তি হস্তান্তরে কৃষি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরকে পারস্পারিক সহযোগীতা প্রদানের আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জুলফিকার হায়দার প্রধান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষনা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া, কৃষিবিদ সোহেল মোঃ সামশুদ্দীন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া।

এছাড়াও কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রগতিশীল কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।