বরিশালে তরুণদের মাঝে ধানের চারা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষিকাজে আগ্রহ বাড়াতে আজ বরিশালে তরুণদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। সবুজে থাকি সবুজে বাঁচি, তারুণ্যের স্বপ্ন বুনি- এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে চলমান তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই কর্মসুচির আয়োজন। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব ক্যাম্পাসে ২০ জন তরুণদের ব্রি ধান৫২ এবং ব্রি ধান১০৩ এর চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

চারা বিতরণী অনুষ্ঠানে ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, সদরদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান মুকুল, আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুন, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রোজোয়ান বিন হাফিজ প্রান্ত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।