পাবনায় জেলা বালাইনাশক ভিজিল্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম আরিফঃ আজ ১৩ আগস্ট ২০২৫ সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র আয়োজনে জেলা বালাইনাশক ভিজিল্যান্স কমিটির সভা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, পাবনা কৃষিতে বৈচিত্র্যময় একটি জেলা। এ জেলায় প্রায় ২০০ টির মতো কীটনাশক কোম্পানি কাজ করছে। ভেজাল বালাইনাশক ও ভুল পরামর্শ দিয়ে কৃষকের উৎপাদিত ফসল কোনোভাবেই নষ্ট করা যাবে না। সঠিকভাবে রোগ, পোকামাকড় ও কৃমির আক্রমণ নিশ্চিত হয়ে অনুমোদিত বালাইনাশক নির্দিষ্ট মাত্রায় ব্যবহারে পরামর্শ প্রদান করতে হবে। সভাপতি আরো বলেন, ভেজাল বালাইনাশক ও কোম্পানি কৃষি সংশ্লিষ্ট সকলের জন্য ক্ষতির কারণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভেজাল ও অনুমোদনহীন বালাইনাশক চিহ্নিত করে বাজার থেকে ধ্বংস করতে হবে। দেশের কৃষি ও জনস্বাস্থ্য বিবেচনায় বালাইনাশকের নিরাপদ ব্যবহার এবং নিজস্ব কোম্পানির নামের নকল/ভেজাল পণ্য চিহ্নিত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি সকলকে আহবান জানান।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অন্যান্য অতিথিবৃন্দরা বলেন, সরকার অনুমোদিত বালাইনাশক লাইসেন্সবিহীন ব্যবসায়ীকে কোম্পানির ডিলার নির্বাচন করা যাবে না, কোম্পানির কর্তৃত্বপত্র ছাড়া পণ্য বিক্রি না করতে দেয়া, কর্তৃত্বপত্র প্রদানর সময় কৃষি বিভাগকে অবহিত করা, প্রতিটি ডিলার পয়েন্টে বালাইনাশকের ধরণ অনুযায়ী মজুদ ও বিক্রয় রেজিস্টার লিপিবদ্ধ করা ও কৃষি অফিসে নিয়মিত তথ্য প্রেরণ, প্রেসক্রিপশন প্রদানে অনুমোদিত বালাইনাশক ব্যবহারে পরামর্শ দেওয়া, নতুন পণ্য বাজারজাত করণের সময় কৃষি অফিসে অবহিত করা। এছাড়াও সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের বালাইনাশক সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণ প্রদানের বিষয়টি গুরুত্ব পায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শৈলেন কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা/ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, পাবনা জেলায় কর্মরত সকল বালাইনাশক কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।