শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস ঊর্মি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফিরোজ আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম,উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহবায়ক হুমায়ুন কবির হিমু,উপজেলা বিএনপি নেতা মঞ্জরুল কাদের মন্টু, রফিকুল ইসলাম রফিক,কামরুজ্জামান রাজা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফিড কোম্পানির প্রতিনিধি, হ্যাচারী মালিক,স্বেচ্ছাসেবক, মৎস্যচাষি,ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।