শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার কালি পদ রায়।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
এসময় আরও উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফিরোজ আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসেম আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অলিফা খাতুন, উপজেলা সমবায় অফিসার রাজিয়া সুলতানা সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এছাড়া বিভিন্ন জলাশয়ের সুফলভোগীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এবছর উপজেলায় মোট ০৮টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।