SOCOREX: ভ্যাকসিনেশনে খামারিদের আস্থার অদ্বিতীয় সঙ্গী”

এগ্রিলাইফ প্রতিবেদক: সুইজারল্যান্ডে তৈরি বিশ্বখ্যাত অটো সিরিঞ্জ “SOCOREX: এখন বাংলাদেশের পোল্ট্রি খামারিদের কাছে নিরাপদ ভ্যাকসিনেশনের এক নির্ভরযোগ্য নাম। খামারে টেকসই, সহজ ব্যবহারযোগ্য এবং মানসম্মত হওয়ায় এটি দেশের পোল্ট্রি শিল্পে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতি টা নিডেল প্রতিবারে প্রায় ৫,০০০ বার ছোট পাখির জন্য এবং ৫০০-৬০০ বার বড় মুরগির জন্য ব্যবহার করা যায় । যত্নসহকারে socorex Auto Gun ব্যবহার করলে বছরের পর বছর কার্যকর থাকে। ব্যবহারের পর লুব্রিকেন্ট দিয়ে কিংবা গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকনো অবস্থায় সংরক্ষণ করলে দীর্ঘদিন এটি ব্যবহার সম্ভব।

ARIFS (Bangladesh) Limited দেশে একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে নিরবচ্ছিন্নভাবে SOCOREX Vaccination Gun খামারিদের কাছে দীর্ঘদিন থেকে সরবরাহ করে আসছে । কোম্পানির জেনারেল ম্যানেজার প্রণয় কুমার দত্ত (অপু) জানান, বাংলাদেশের কর্পোরেট ও বাণিজ্যিক খামারের প্রায় “৯৫ শতাংশ” Socorex ব্যবহার করছে। বাংলাদেশ ছাড়াও এশিয়া ও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এটি সমানভাবে জনপ্রিয়।
উল্লেখ্য যে Socorex Self- Refiling Syringe বাংলাদেশে “DGDA” দ্বারা নিবন্ধিত।

ডা. অধীর রঞ্জন দাস, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার, আরিফ (বাংলাদেশ) লিমিটেড বলেন, “SOCOREX” ইউজার ফ্রেন্ডলি ও গবেষণাধর্মী একটি পণ্য। এটি সম্পূর্ণ হাতের সাহায্যে কাজ করে বলে ফলস্ পুশ হওয়ার সম্ভাবনা কম। ফলে সঠিক ও নিরাপদ ভ্যাকসিনেশন নিশ্চিত করে। ”

পোল্ট্রি খামারিরা জানান, SOCOREX syringe ব্যবহারে ভ্যাকসিন প্রদানের সময় নানা জটিলতা সহজে এড়ানো যায় । তাই সময় বাঁচানোর পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়ে। তাই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে “SOCOREX” এখন খামারিদের প্রথম পছন্দ।