নলছিটিতে মাঠ দিবসঃ ফলন বৃদ্ধির প্রযুক্তি কৃষকদের মাঝে উপস্থাপন

এগ্রিলাইফ২৪ ডটকম: ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে "বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প" এর আওতায় ঝালকাঠির নলছিটিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ খৃিস্টাব্দ রোজ বৃহস্পতিবার নলছিটি পৌরসভার খাজুরিয়া এলাকায় আয়োজিত প্রদর্শনীতে কৃষকদের জন্য লাউয়ের হাইব্রিড জাত এবং সবজি চাষ প্রযুক্তি তুলে ধরা হয়। এতে স্থানীয় কৃষকরা নতুন প্রযুক্তি দেখে আগ্রহ প্রকাশ করেন এবং ফলন বৃদ্ধির উপায় সম্পর্কে দিক নির্দেশনা নেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আজিম শরীফ, সিনিয়র মনিটরিং অফিসার তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, জনাব ফাহিমা হক, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প। আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইসরাত জাহান মিলি, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, নলছিটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার নলছিটি, ঝালকাঠি। অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিল।