পোল্ট্রি ভ্যাকসিনেশনে খরচ কমাতে ও স্বাস্থ্য সুরক্ষায় SOCOREX নিডল্

এগ্রিলাইফ প্রতিবেদক: পোল্ট্রি ভ্যাকসিনেশনে ভ্যাকসিন প্রস্তুতকারকরা সবসময় Socorex Switzerland- এর সূঁচ ব্যবহারের পরামর্শ দেন। এ ক্ষেত্রে SOCOREX Switzerland -এর সূঁচ ব্যবহার খামারীদের জন্য নির্ভরযোগ্য সমাধান হিসেবে কাজ করছে। উচ্চমানের শার্পনেস ও স্ট্রেস-ফ্রি বৈশিষ্ট্যের কারণে Socorex Switzerland -এর সূঁচ ব্যবহার করলে ভ্যাকসিন প্রদানের সময় মুরগির অস্বস্তি কমে যায়, ফলে কোনো রকম কালচে দাগ বা স্বাস্থ্যঝুঁকি, ব্যথা তৈরি হয় না।

বাজারে কম দামের সূঁচ ব্যবহারে অল্প সংখ্যক মুরগির ভ্যাকসিনেশনের পরই শার্পনেস কমে যায়, এতে ভ্যাকসিনেশনের সময় ব্যথা সৃষ্টি হয় এবং পাখি অসুস্থ হয়ে পড়ে। নিম্নমানের সূঁচ ব্যবহারের কারণে ভ্যাকসিন প্রদানের সময় মুরগি ব্যথা পায় ও চামড়ায় ক্ষত দেখা দেয়। এজন্য পোল্ট্রি কনসালটেন্ট বা বিশেষজ্ঞরা সবসময় Socorex Switzerland-এর সূঁচ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

আরিফস (বাংলাদেশ) লিমিটেড-এর জেনারেল ম্যানেজার প্রণয় কুমার দত্ত (অপু) বলেন, “SOCOREX Switzerland -এর নিডেলের শার্পনেস ও টেকসই ব্যবহারে খামারীরা দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছেন।” তাই বড় বড় কোম্পানি আগে থেকেই SOCOREX Switzerland -এর নিডেল সংগ্রহ করে রাখে। বর্তমানে SOCOREX Switzerland -এর তিন ধরনের নিডেল পাওয়া যায় 20G, 22G এবং 23G। এডাল্ট ও ডিমপাড়া মুরগির জন্য 20G নিডেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, আর শূন্য থেকে পুলেটের জন্য অর্থাৎ ডিম পাড়ার আগ পর্যন্ত 22G ও 23G নিডেল উপযুক্ত।

ডা. অধীর রঞ্জন দাস, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার, "আরিফস (বাংলাদেশ) লিমিটেড" বলেন, “পোল্ট্রিতে ভ্যাকসিন প্রদানের সময় নিডেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নমানের সূঁচ ব্যবহারে দীর্ঘমেয়াদে খামারে বড় ধরনের ক্ষতি হয়।” সূঁচের কারণে মুরগি অসুস্থ হয়ে পড়লে খামারীদের অতিরিক্ত ওষুধ ব্যবহার, উৎপাদন হ্রাসসহ নানা সমস্যায় পড়তে হয়। একটি SOCOREX Switzerland-এর সূঁচ দিয়ে প্রায় ৫০০০ মুরগি ভ্যাকসিনেশন করা সম্ভব, যা অন্য কোনো সাধারণ সূঁচে সম্ভব নয়।