“বেওয়ারিশ কুকুর ও বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন একটি মহৎ উদ্যোগ”–উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ

এগ্রিলাইফ২৪ ডটকম: ওয়ার্ল্ড র‍্যাবিস ডে কে সামনে রেখে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯:৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের সম্মুখে বিশ্ব র‍্যাবিস দিবস উপলক্ষে “ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫”-এর শুভ উদ্বোধন করা হয়।

উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বেওয়ারিশ কুকুর ও বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন একটি মহৎ উদ্যোগ। মহান আল্লাহতায়ালা এই প্রাণীদের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করেন। বিড়াল অতিরিক্ত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে আর কুকুর পরিবেশের ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশকে বাসযোগ্য রাখতে সাহায্য করে।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেছে ফার্মা অ্যান্ড ফার্ম লি., এবং সভাপতিত্ব করেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

জলাতঙ্ক একটি মারাত্মক রোগ যা প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত হয় এবং এর ফলে মৃত্যু অবধারিত তবে সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ভেটেরিনারিরা। এই র‍্যাবিস ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের সম্মুখে এই সেবাটি নিতে আসেন রাজধানীর পোষা প্রাণি প্রেমীরা। তারা বলেন এ ধরনের আয়োজন তাদেরকে পোষাপ্রাণি পালনে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন রকম সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড র‍্যাবিস ডে পালিত হবে।