খামারীর স্বপ্নপূরণে “আমার ফিড”: পোল্ট্রি সেক্টরে নতুন সম্ভাবনার দিগন্ত

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের পোল্ট্রি শিল্পে খামারীদের লাভজনক উৎপাদন ও উন্নত মানের মাংস নিশ্চিত করতে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড “আমার ফিড”। Bangla-UK Agro Products Ltd.-এর এই ব্র্যান্ডটির AF-মিট স্টার্টার ইতোমধ্যেই খামারীদের মাঝে আশার সঞ্চার করেছে।

প্রতিষ্ঠানটির পচিালক কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম জানান AF-মিট স্টার্টার এমনভাবে তৈরি করা হয়েছে, যা ব্রয়লার, সোনালী ও কালার জাতের মুরগির জন্য সমভাবে উপযোগী। এতে রয়েছে ইউনিফর্ম ক্র্যাম্বল ও পিলেট, যা মুরগির খাবার গ্রহণে সহায়ক এবং হজমক্ষমতা বাড়াতে কার্যকর। ফিডটি প্রোবায়োটিক, প্রি-বায়োটিক, ব্যাকটেরিয়া-ফেজ এবং অর্গানিক মিনারেল সমৃদ্ধ যা অ্যান্টিবায়োটিক ছাড়াই রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলে।

তিনি বলেন, “আমার ফিড”-এর প্রতিটি ব্যাচ ল্যাবরেটরিতে বিশ্লেষণ ও গবেষণা-ভিত্তিক ট্রায়ালের মধ্য দিয়ে উৎপাদিত হয়, যাতে ফিড মানে কোনো আপস না হয়। এতে ব্যবহৃত হয়েছে তাজা ও প্রাকৃতিক কাঁচামাল এবং হজমযোগ্য অ্যামিনো অ্যাসিড ও ফারমেন্টেড এনজাইম বেইজ ফর্মুলেশন যা খামারিরা খামারে সহজেই অনুভব করতে পারছেন।

স্ট্যান্ডার্ড FCR নিশ্চিত করে এবং উন্নত মাংসের গুণমান ধরে রেখে “আমার ফিড” খামারিকে দিচ্ছে একটি লাভজনক ও টেকসই খামার ব্যবস্থাপনার নিশ্চয়তা। ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায়ও প্রস্তুত এই ফিড, যার মাধ্যমে পোল্ট্রি সেক্টরে এক নতুন যুগের সূচনা হতে পারে।

Bangla-UK Agro Products Ltd-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমার ফিড” শুধু একটি পণ্যের নাম নয় এটি খামারিদের স্বপ্নপূরণের একটি নির্ভরযোগ্য সঙ্গী।

“আমার ফিড” ব্যবহারকারী খামারীরা জানিয়েছেন বাংলাদেশের পোল্ট্রি খাতে যখন মানসম্মত ও লাভজনক উৎপাদনের চাহিদা বেড়ে চলেছে, তখন “আমার ফিড”-এর মতো বিজ্ঞানসম্মত ও বাজার উপযোগী ফিড ব্র্যান্ড তাদেরকে আশার আলো দেখাচ্ছে।