এগ্রিলাইফ প্রতিনিধি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় সাকিব এন্টারপ্রাইজ-এর উদ্যোগে এবং আর বি এগ্রো লিমিটেড-এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক খামারি সমৃদ্ধি কর্মশালা। “ব্যবহারে চেরিশ ফিশ ফিড সাফল্য নিশ্চিত” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন এলাকার প্রায় ১৫০ জন প্রান্তিক ও মাঝারি পর্যায়ের মাছচাষি।
কর্মশালায় মূল বক্তব্য রাখেন আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিশ ফিড) ও পুষ্টিবিদ সাইফি নাসির। কর্মশালার সার্বিক আয়োজন ও সমন্বয় করেন সাকিব এন্টারপ্রাইজ-এর প্রোপাইটর ইসাহাক বলী।
সাইফি নাসির বলেন, "চেরিশ ফিশ ফিড" উচ্চ পুষ্টিমান সম্পন্ন হওয়ায় দ্রুত বৃদ্ধি নিশ্চিত, সর্বোচ্চ FCR (Feed Conversion Ratio), বাছাইকৃত কাঁচামাল ব্যবহারে সম্পূর্ণ মাইকোটক্সিন ও জীবাণুমুক্ত এবং সর্বাধুনিক প্রযুক্তিতে ভাসমান ফিড উৎপাদন।
এছাড়াও তিনি কর্মশালায় মাছের পুষ্টি ব্যবস্থাপনা, খাবার প্রয়োগ পদ্ধতি, রোগ প্রতিরোধ ও পুকুর ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাঠ পর্যায়ে খামারিদের সাধারণ সমস্যার সমাধান, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মৌসুমি রোগ প্রতিরোধের উপায় তুলে ধরেন।
ডাঃ কাওছার আহমেদ বলেন, “খামারিদের কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করতে এবং উৎপাদন বৃদ্ধি করে লাভবান করতে আমাদের এই উদ্যোগ। মাছচাষকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে এগিয়ে নিতে প্রযুক্তিগত সাপোর্ট জরুরি আর সেটিই আমরা দিচ্ছি।” “খামারির সমৃদ্ধি মানেই দেশের সমৃদ্ধি। তাই এই ধরনের যৌথ প্রযুক্তিগত কর্মশালা মাঠ পর্যায়ে নিয়মিত আয়োজন করা হবে।”
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান, সিনিয়র ম্যানেজার, সেলস & মার্কেটিং; মোঃ সৈয়দ সাহেদুজ্জামান, সিনিয়র অফিসার, সেলস & মার্কেটিং;ডাঃ মোঃ আব্দুর রহিম, এক্সিকিউটিভ, টেকনিক্যাল সার্ভিস।
অনুষ্ঠানে খামারিরা বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং চাষে উন্নত ফলাফল পেতে টেকনিক্যাল সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।