নাহিদ বিন রফিক (বরিশাল): সর্জান পদ্ধতিতে ফল ও সবজি চাষ বিষয়ক মাঠদিবস ১৪ অক্টোবর ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠদিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
ঝালকাঠির উপপরিচালক মো. আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রিয়াজউল্লাহ বাহাদুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুরের উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুননেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাত প্রমুখ।
মাঠদিবসে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
পরে প্রধান অতিথি অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের দুইটি কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন।