রাজশাহীর মোহনপুরে কৃষক সমাবেশ ও মতবিনিময়

মো: এমদাদুল হক: গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী মোহনপুরে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ উন্নয়ন ও খামারি অ্যাপসের সুপারিশ অনুযায়ী আলু চাষে সার প্রয়োগ শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুরের আয়োজনে। রাজশাহী মোহনপুরের, জাহানাবাদ চান্দোপাড়া স্কুল মাঠ এ মতবিনিময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো: আব্দুল মজিদ, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, মোছা: ফরিদা ইয়াছমিন, মোহনপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোহা: আব্দুল মতিন। উক্ত মতবিনিময় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ধানের উপর 'খামারি' মোবাইল অ্যাপ সার সুপারিশ ব্যবহার করে সম্পন্নকৃত প্রদর্শনী ট্রায়ালের ফলাফল ভাল হয়েছে। আগামীতে এই প্রযুক্তি 'খামারি' মোবাইল অ্যাপ ব্যবহার করলে উৎপাদন ভালো হবে। 'খামারি' মোবাইল অ্যাপ প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট কৃষি অ্যাপ, ফলে কৃষক নিজ জমিতে দাড়িয়ে তাৎক্ষনিকভাবে সেই জমির জন্য উপযোগি ফসল, সার সুপারিশসহ অন্যান্য তথ্য সহজেই জানতে পারবে। খামারি অ্যাপ ব্যবহারের মাধ্যমে জমির উপযোগি ফসল আবাদ এবং সেই ফসলের জন্য সুপারিশকৃত সার প্রয়োগ করা হলে মাটির স্বাস্থ্য রক্ষাসহ অধিক ফলন প্রাপ্তি ও আর্থিক লাভবান হওয়া যায়।

তিনি বলেন, আগামী মৌসুমে আলু উৎপাদনে অধিক সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পরিমিত সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে। অধিক সার ব্যবহারে আর্থিক ক্ষতি হয় ও উৎপাদিত ফসলে বিরুপ প্রভাব ফেলে। আমরা সকলে জানি বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এজন্য ভালোবেসে কৃষিকে ধারণ করতে হবে এবং প্রযুক্তিগত ভাবে কৃষিতে এগিয়েএ যেতে হবে। কৃষির সকল কাজগুলো যথা সময়ে বাস্তবায়ন করতে হবে। আপনাদের কৃষক-কৃষাণি গ্রুপে সবাই মিলেমিশে কাজ করতে হবে।

কৃষক সমাবেশ ও মতবিনিময় শেষে কৃষি তথ্য্য সার্ভিস কর্তৃক কৃষি বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র/নাটক/টিভি ফিলার প্রদর্শণ করা হয়।