
এগ্রিলাইফ২৪ ডটকম: দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ শে নভেম্বর (বুধবার) রায়পুরা পৌরসভা মাঠ চত্বরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার ,রায়পুরা ,নরসিংদী এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা:মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার , রায়পুরা, নরসিংদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল দপ্তরের বিভাগীয় প্রধানগণ। প্রদর্শনীতে প্রাণিসম্পদ সম্পর্কিত নব নব প্রযুক্তি ও উন্নত জাতের বিভিন্ন পশু পাখি প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রাণিসম্পদ বিভাগ কিভাবে তার বিভিন্ন প্রশিক্ষণ ও প্রযুক্তির প্রসার এর মাধ্যমে বেকারত্ব দূর করছে সেটি তুলে ধরেছেন ।তিনি আরও বলেন ব্যাক্তিগত পর্যায়ে যারা ছোট ছোট খামার করেন তারা ও এ প্রদর্শনীতে এসে উদ্বুদ্ধ হয়েছে।অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে প্রদর্শনীটি সম্পন্ন হওয়ায় সকলেই এর ভূয়সী প্রশংসা করেন।
























