
এগ্রিলাইফ প্রতিনিধি:নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুরে সম্প্রতি বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর উদ্যোগে এক প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই আয়োজন।
কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ জাতি গড়তে নিরাপদ দুধ–ডিম–মাছ–মাংস অপরিহার্য, আর তা নিশ্চিত করতে হলে খামার ব্যবস্থাপনায় নিরাপদ ও কার্যকর পণ্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বায়োকেয়ার এগ্রো লিমিটেড নিয়মিত মাঠপর্যায়ে খামারিদের সঠিক দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. নাসির, প্রোপাইটর, তানভীর পোল্ট্রি মেডিসিন। বায়োকেয়ার-এর পক্ষে কোম্পানির প্রোফাইল উপস্থাপন করেন ডা. শামীম রহমান, ডেপুটি সেলস ম্যানেজার। কারিগরি বক্তব্য প্রদান করেন ডা. তানজিমুল ইসলাম সাফোয়ান (TSO)। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মো. নাসির উদ্দিন (রিজিওনাল সেলস ম্যানেজার) ও জনাব আব্দুর রহমান (এরিয়া ম্যানেজার)।
বক্তারা উল্লেখ করেন, বায়োকেয়ার এগ্রো লিমিটেড-এর পণ্য যেমন Bioxy Enviro, NOVO BIOTIC, Mentofin, Avisol খামারে রোগ প্রতিরোধ, পরিবেশ নিয়ন্ত্রণ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। শুধু পণ্য বিপণনই নয়, বরং খামারিদের পাশে থেকে সঠিক ও প্রয়োগযোগ্য পরামর্শ দেওয়া এটাই প্রতিষ্ঠানটির মূল অঙ্গীকার।
এছাড়া নিরাপদ পণ্যের ব্যবহার ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে খামারগুলোতে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনকে বায়োকেয়ার অগ্রাধিকার দিচ্ছে। বক্তারা বলেন, নিরাপদ উৎপাদনের চর্চা যত বাড়বে, সুস্থ জাতি গঠনের ভিত্তি ততই মজবুত হবে।
এই কর্মশালার মাধ্যমে খামারিরা নিরাপদ উৎপাদন পদ্ধতি গ্রহণে আরও উৎসাহিত হন এবং মাঠপর্যায়ে বায়োকেয়ার এগ্রো লিমিটেডের অবদান-এর জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
























