বাকৃ‌বি‌তে সংগ্রামী‌দের গল্প শোনা‌লো চারণ সংগঠন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের সুরে ৭১ থেকে ২৪’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারণ সাংস্কৃতিক কেন্দ্র এ আয়োজনের উদ্যোগ নেয়। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা, গান এবং ‘জুলাই গণহত‌্যা আর্কাইভ’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শন। এগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় এবং তার পরবর্তী সংগ্রামে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করা মানুষের আত্মত্যাগ তুলে ধরা হয়। 

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সৌমিত্র পাল জানান, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং শিক্ষামূলক। কবিতা ও গানের মাধ্যমে জুলাই বিপ্লবের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় এবং সাহসী হতে শেখায়। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান আরও হওয়া প্রয়োজন।” 

পশুপালন অনুষদের শিক্ষার্থী শতাব্দী কর বলেন, “১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়, আর পরবর্তী ২৪ এ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। 'কনসার্ট ফর বাংলাদেশ' প্রামাণ্যচিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের মানবিক উদ্যোগ সম্পর্কে অনুপ্রেরণা জুগিয়েছে। একাত্তরের চেতনা এবং ২৪ এর চেতনা কোনোভাবেই ভুলে না যায়, সে ব‌্যাপা‌রে সজাগ থাক‌তে হ‌বে ”