রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও ৬৩তম পাক্ষিক সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭.০০ টায় সীমান্ত অবকাশ, রাজশাহীতে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৪র্থ বার্ষিক সাধারণ সভা এবং ৬৩তম পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান।

ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান আতিকুর রহমান অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভার শুরুতে ক্লাব ডিরেক্টর রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান রোটারি ইনভোকেশন পাঠ করেন।

আইপিপি (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ রোটারি বর্ষ ২০২৫-২৬ এর ক্লাব উপ-আইনসমূহ উপস্থাপন করেন। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট (সিপি) হাসিবুল হাসান নান্নু ২০২৫-২৬ সালের জন্য গঠিত বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন এবং সদস্যরা করতালির মাধ্যমে তা অনুমোদন করেন।

২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নমিনি হিসেবে নির্বাচিত হন রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপন, পিএইচএফ। আগত বোর্ড নেতা রোটারিয়ান মো. মিজানুর রহমান একটি দক্ষ এবং কার্যকর বোর্ড গঠনের জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সারদার, রোটারিয়ান মো. আলী আশরাফ রোকন, রোটারিয়ান বাবু, রোটারিয়ান হাফিজ এবং আগত ক্লাব সেক্রেটারি রোটারিয়ান প্রকৌশলী মো. শরীফুল হক।

সভাটি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার নিয়ে সমাপ্ত হয়।