রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৪র্থ বার্ষিক সাধারণ সভায় রোটা বর্ষ ২০২৫-২৬ বোর্ড গঠন সম্পন্ন

এগ্রিলাইফ২৪ ডটকম: গত ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭.০০ টায় সীমান্ত অবকাশ, রাজশাহীতে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান।

সভায় রোটা বর্ষ ২০২৫-২৬ এর জন্য নতুন বোর্ড গঠন করা হয়। নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন: প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান প্রকৌশলী মো. শরীফুল হক, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপন (পিএইচএফ), কোষাধ্যক্ষ ডা. তাহসিনা শামীম তাসু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান মো. মহসিন আলী ও রোটারিয়ান মো. আতিকুর রহমান। আইপিপি (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান শিউলি হাসান, যুগ্ম সেক্রেটারি রোটারিয়ান মো. রিলিজ, ।

ক্লাব ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সারদার, চার্টার প্রেসিডেন্ট (সিপি) রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা, এবং রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান ডা. মো. ফকরুল ইসলাম। যুগ্ম সম্পাদক বুলেটিন এডিটর রোটারিয়ান রাজিউর রহমান যুগ্ম বুলেটিন এডিটর রোটারিয়ান বাবু। এছাড়া সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান আলী আশরাফ রোকন এবং ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান সাব্বির হোসেন।

ক্লাব অ্যাডভাইজার হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সারদার, প্রফেসর মো. হবিবুর রহমান, রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপন, রোটারিয়ান ওলগা এবং রোটারিয়ান সরদার বায়েজিদ হোসেন।

সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি নির্বাচিত রোটারিয়ান মো. মিজানুর রহমান একটি দক্ষ এবং কার্যকর বোর্ড গঠনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ক্লাবের সাফল্য নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।