বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই অভ্যুত্থান স্মরণে "চিত্র প্রদর্শনী ও প্রতীকী স্বাক্ষর সংগ্রহ" অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের "জুলাই স্মৃতি পরিষদ" সংগঠন।
রবিবার (২৯ ডিসেম্বর) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলে। এসময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং দাবি বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা তাদের ৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো:
১. জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
২. ফ্যাসিস্ট হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
৩. আহত ও নিহতদের দ্রুত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
জুলাই স্মৃতি পরিষদের আহ্বায়ক জায়েদ হাসান ওয়ালিদ বলেন, “জুলাই আন্দোলন একটি ঐতিহাসিক আন্দোলন। এটি আমাদের চেতনা ও প্রেরণার বহিঃপ্রকাশ। বিগত হাসিনা শাসনামলে আমাদের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা এমন একটি দেশ চাই যেখানে সবার মতামতের মূল্যায়ন হবে, মতপ্রকাশ ও চলাচলের স্বাধীনতা থাকবে। উচ্চ ও নিম্ন শ্রেণীর বৈষম্য থাকবে না। বিশ্ববিদ্যালয়ের দাসপ্রথা এবং সংকটে মোকাবেলায় জুলাই স্মৃতি পরিষদ সর্বদা সজাগ থাকবে।”