কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

বাকৃবি প্রতিনিধি: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা পাঁচদিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ‘এক পেশায় দুই ডিগ্রি’ মানতে নারাজ শিক্ষার্থীরা এবার লাল কার্ড দেখিয়েছেন বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা)।

রোববার (৩ আগস্ট) বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রি প্রদানের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে সকাল ১১টায় পশুপালন অনুষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’, ‘এক পেশায় দুই ডিগ্রি, মানি না মানি না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে পশুপালন অনুষদের ডিন কার্যালয় ও প্রধান দুটি ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। দুপুর দেড়টা পর্যন্তও এসব ফটক তালাবদ্ধ ছিল।

এদিকে আন্দোলনের বিপরীতে গত বৃহস্পতিবার বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও পশুপালন অনুষদের এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের "বিপথগামী" বলে উল্লেখ করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজকের মিছিলে ‘তুমি কে আমি কে? বিপথগামী বিপথগামী’, ‘কে বলেছে কে বলেছে, বাহা বাহা’ ইত্যাদি স্লোগান দেন এবং লাল কার্ড প্রদর্শন করে বাহাকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

আন্দোলনকারী এক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। এর আগে আমরা ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। বর্তমানে উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করছেন, তার কাছেও আবার স্মারকলিপি প্রদান করা হবে এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে পশুপালন অনুষদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। তবে তারা ক্লাস ও পরীক্ষা চলমান রেখে আন্দোলনে অংশ নিয়েছেন। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা পৃথকভাবে একই দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মো. মোরসালীন বলেন, ‘আমরা ভেটেরিনারি অনুষদ থেকে আগে থেকেই কম্বাইন্ড ডিগ্রির দাবি জানিয়ে আসছি। পশুপালন অনুষদ এখন সেই দাবিতে আন্দোলন করছে। তাই তাদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করেছি। আমরা শিগগিরই উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করব।’