এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি শিক্ষার উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক। উন্নত শিক্ষা ও আর্থিক অন্তর্ভূক্তি একে অপরের পরিপূরক। আমরা শুধু ব্যাংকিং সেবা দিয়েই সীমাবদ্ধ থাকিনি। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানও দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা, ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনারেও আমরা অংশীদার হতে পেরেছি সেটি আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে কৃষি খাত মেরুদণ্ড স্বরূপ। পূবালী ব্যাংক পিএলসি কৃষকদের পাশে দাঁড়িয়েছে সব সময়। সহজ ও স্বল্পসুদে কৃষি ঋণ, আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়ন, উচ্চফলনশীল বীজ ও প্রযুক্তিতে বিনিয়োগ সবকিছুই আমরা করছি খাদ্য ঘাটতি হ্রাসের লক্ষে।
আজ ৩ আগস্ট ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালি ব্যাংকের পক্ষ থেকে একটি বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের পাশাপাশি পূবালী ব্যাংক কর্তৃপক্ষের অনুদানে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কদ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ আলী এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, কৃষি উন্নয়ন মানেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আর শিক্ষিত কৃষিবিদ তৈরির অন্যতম কারখানা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আজকের এই বাস উপহার আমাদের সেই দায়বদ্ধতারই প্রতীক যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং আরও মনোযোগী হয়ে কৃষি শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। আমি আশাবাদী, ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি শিক্ষা ও কৃষি উন্নয়নে আরও বৃহৎ পরিসরে ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূবালী ব্যাংক পিএলসি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পূবালী ব্যাংক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাবিষয়ক উন্নয়নে এমন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একক কোন অনুদান নয়, বরং একটি বন্ধন, একটি সহমর্মিতার প্রতীক। আমরা আশা করি, এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং সিকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুবালি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পূবালি ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, সিলেটের জেনারেল ম্যানেজার, চৌধুরী মো. শফিউল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।