এগ্রিলাইফ২৪ ডটকম:বগুড়ায় শহর ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নির্বাচিত ৫০০ জন মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী "কৃতী শিক্ষার্থী মোটিভেশনাল সেমিনার ও সংবর্ধনা" অনুষ্ঠান। রবিবার (৩ আগস্ট ) সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা। পরে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোঃ হাসনাত আলী,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (এএএসডিসি) অধ্যাপক ড. ফারুক হোসেন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান,শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান,আরডিএ-এর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক,পল্লী উন্নয়ন একাডেমির টেকনিক্যাল অ্যাডভাইজার এ কে এম জাকারিয়া পিএইচডি,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আনিছুর রহমান (পিএইচডি, জাপান), নিউরনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম,সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ শফিকুত তারিক,মেধা ফাউন্ডেশন পরিচালক এনামুল হক,রোপের পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, স্বপ্নপূরণ স্কুল প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও ভিবিডি বগুড়া নাফি।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে নির্বাচিত ছিল। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এরা সবাই এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই অনিশ্চয়তায় ভুগছে।
আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন আশার আলো দেখাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
চারটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), মেধা ফাউন্ডেশন, স্বপ্ন পূরণ এবং রোপ (ROPE) দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ ও যুব উন্নয়নে কাজ করে যাচ্ছে।