এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন, “জুলাই কর্ণার” উদ্বোধন, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলায় সন্ধ্যা ৭টায় “জুলাই কর্ণার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। পরে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
“জুলাই গণঅভ্যুত্থান’২৪ ও আগামীর বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ৭৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, দ্বিতীয় স্থান অধিকার করেন ৭৮ ব্যাচের মোঃ লোকমান হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন ৮৩ ব্যাচের জারিন তাসনিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা কেন্দ্র পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিবহন পুল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, টি.এস.সি. পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা ও অনুষ্ঠানমালার সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন।