সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও আইডিই-র যৌথ অংশীদারিত্বে সমঝোতা স্মারকের সূচনা সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ০৬ আগস্ট (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আইডিই বাংলাদেশ একটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে যৌথ অংশীদারিত্ব শুরু করতে একটি সূচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল পুষ্টি-সংবেদনশীল কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি, যেখানে উভয় পক্ষ একটি জলবায়ু-স্মার্ট মডেল গ্রাম গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই উদ্যোগে পুনর্জননশীল কৃষি, পুষ্টি এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উপাদানসমূহকে একটি টেকসই গ্রামীণ উন্নয়ন মডেলে একত্রিত করার লক্ষ রয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বহিরাঙ্গন পরিচালক প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিতালী দাস, আইডিই বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোহাম্মদ আফজাল হোসেন চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম, টেকনিক্যাল স্পেশালিস্ট আফসানা ইসলাম আশা, শাইমা আরজুমান শাহিন, আশরাফুল আলম, ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ।

সভায় উভয় পক্ষ সম্ভাব্য যৌথ কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এসময় তারা বলেন, এই অংশীদারিত্ব এক নতুন দিগন্তের সূচনা, যেখানে একাডেমিক গবেষণা এবং মাঠপর্যায়ের উন্নয়নমূলক কার্যক্রম একত্রিত করার মাধ্যমে টেকসই কৃষি, পুষ্টি উন্নয়ন ও সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে।

এই সমঝোতার ফলে সিকৃবি শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন, কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন, কৃষি যন্ত্রপাতি, পুনরুজ্জীবিত কৃষি কৌশল ও বাজারব্যবস্থা উন্নয়ন, গবেষণালব্ধ ফলাফল প্রচার ও সম্মিলিত প্রকাশনা, পিএইচডি ও উচ্চতর গবেষণায় সহযোগিতা, প্রকল্পভিত্তিক যৌথ প্রস্তাবনা তৈরিতে সুযোগ সৃষ্টি হবে।