এগ্রিলাইফ২৪ ডটকম: ১২ আগস্ট ২০২৫ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ বলেন, “ডেঙ্গু ও করোনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্নতা ও সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশ নেন। র্যালির মাধ্যমে ক্যাম্পাস জুড়ে ডেঙ্গু জ্বর ও করোনা প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে তথ্য প্রচার করা হয়। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ. কে. এম রুহুল আমিন এবং সঞ্চালনা করেন এস্টেট উইং এর ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন।