সিকৃবিতে শুভ জন্মাষ্টমী উদযাপন

এগ্রিলাইফ২৪ ডটকম: শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহী, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. মৃত্যুন্জয় কুন্ডসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় হাতে ব্যানার নিয়ে সবাই ধর্মীয় সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন।

শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতির জন্য এক অনন্য শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন প্রভুত্বে নয়, প্রেম ও ভ্রাতৃত্বেই রয়েছে পরম আশ্রয়। জন্মাষ্টমীর মূল বার্তা হলো সত্য, ন্যায়, প্রেম, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ। এ মূল্যবোধ ধারণের মাধ্যমে আমরা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা প্রত্যাশা করি, এ উৎসব সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করবে। পরে সেখানে ভক্তিমূলক গান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।