সিকৃবি প্রতিনিধি: মরহুম এম. সাইফুর রহমানকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁর জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাছের রহমানের হাতে সম্মাননা স্মারক (মরণোত্তর) তুলে দেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রমূখ।