এগ্রিলাইফ২৪ ডটকম: কেআইবি, খুলনা জেলা শাখার উদ্যোগে কৃষি তথ্য সার্ভিস খুলনার সভা কক্ষে আজ এক সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। কেআইবি খূলনা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে সাধারণ সভায় খুলনা জেলায় অবস্থানরত কৃষিবিদগন অংশগ্রহণ করেন। সভার শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ছাত্র জনতা ও সাম্প্রতিক প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় কৃষিবিদ আব্দুর রউফ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ অরুন কান্তি মন্ডল এর প্রস্তাবনায় কৃষিবিদ ড. এস এম ফেরদৌস সূচনা বক্তব্য পেশ করেন।
কৃষিবিদ ফেরদৌস কেআইবি খুলনার ঐতিহ্য ও সকল পর্যায়ের কৃষিবিদদের সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন কার্যক্রম সম্পাদনের বিষয় উল্লেখ করে বলেন, খুলনা শহরে কৃষিবিদ অরুনের ও অন্যান্যদের সহযোগিতায় সর্বনিম্ন ব্যয়ে কৃষিবিদ টাওয়ার নির্মাণ হয়েছে, যেখানে ২৮ জন কৃষিবিদ তাদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করছে। বিগত সময়ে জাতীয় দিবস সমুহ কেআইবি’র উদ্যোগে সফলভাবে পালন হয়েছে। খুলনার কৃষিবিদরা দলমত নির্বিশেষে সহ অবস্থান করে এসেছে।
তিনি কেআইবি’র কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সকল জেলার জন্য অন্তর্বর্তী সময়ের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব পাওয়া গেছে। সেকারণে সকল কৃষিবিদদের উপস্থিতিতে সাধারণ সভা আহবান করা হয়েছে। তিনি সকলকে একটি কমিটি গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।
এরপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষিবিদ ডাঃ এবিএম জাকির হোসেন, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ মোঃ বদরুজ্জামান, কৃষিবিদ রীনা খাতুন, কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, কৃষিবিদ স্বপন কুমার রায়, কৃষিবিদ ডাঃ সঞ্জয় কুমার দাস প্রমুখ।
বিস্তারিত আলোচনার পরে সর্বসম্মতিক্রমে কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষিবিদ ডাঃ মোঃ শরিফুল ইসলাম ও কৃষিবিদ মোঃ আব্দুস সামাদকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য ও ১৪ জন কাউন্সিলর মনোনীত করে কেআইবি খুলনা জেলার জন্য অন্তর্বর্তী কমিটি গঠিত হয়। কমিটি গঠন শেষে বিদায়ী সভাপতি কৃষিবিদ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ অরুন কান্তি মন্ডল তাদের বক্তব্যে বলেন, সকলের সহযোগিতায় বিগত সময়ে আমরা কেআইবি’র দায়িত্বে ছিলাম। সকল সফলতার জন্য সভাপতি ও সম্পাদক সব পর্যায়ের কৃষিবিদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব গঠিত কমিটির সভাপতি কৃষিবিদ ড. ফেরদৌস সকল কৃষিবিদের সহযোগিতা কামনা করেন এবং সর্বোচ্চ সংখ্যক কৃষিবিদকে খুলনা শাখায় অন্তর্ভুক্ত করার জন্য সকলকে অনুরোধ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষিবিদ মোঃ আবদুস সামাদ ও কৃষিবিদ ডাঃ এবিএম জাকির হোসেন।