ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিতে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময় জোরদার করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব এগ্রিকালচার ফয়সালাবাদে (ইউএএফ) উদ্বোধন করা হয়েছে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার।

মঙ্গলবার ইউএএফ-এর প্রধান গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জুলফিকার আলী। তিনি একে কৃষি গবেষণা ও তথ্যপ্রবাহ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই বুক কর্নার শিক্ষার্থী ও গবেষকদের জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কাঠমান্ডুর সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি অ্যান্ড এসডিএফ) তানভীর আহমেদ তরফদার; পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) মুহাম্মদ আদিল পারভেজ এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ ।

তানভীর আহমেদ তরফদার বলেন, “দক্ষিণ এশিয়ার অর্থনীতির মূলভিত্তি কৃষি হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর সমাধান হতে হবে জ্ঞানভিত্তিক।” মুহাম্মদ আদিল পারভেজ গ্রন্থাগারকে ‘আলোকের উৎস’ হিসেবে অভিহিত করে বলেন, “সার্ক এগ্রিকালচার বুক কর্নার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য জ্ঞানের নতুন দুয়ার খুলে দেবে।”

ড. মো. হারুনূর রশীদ জানান, এখন পর্যন্ত এসএসি ২০০-র বেশি গবেষণাধর্মী বই ও প্রকাশনা প্রকাশ করেছে, যা নিয়মিতভাবে আঞ্চলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। কৃষি গবেষণা, নীতি নির্ধারণ ও সক্ষমতা উন্নয়নেই মূলত কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ইউএএফ-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিশেষভাবে প্রশংসা করেন সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং ইউএএফ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উমর ফারুক ও তার দলকে, যারা বুক কর্নার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সার্ক এগ্রিকালচার সেন্টারের এই উদ্যোগ পাকিস্তানসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য জলবায়ু-স্মার্ট কৃষি জ্ঞান বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।