
এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে NARS Scientists Association of Bangladesh-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল, ২৮ অক্টোবর ২০২৫ তারিখে আয়োজিত এ সভায় দেশের নয়টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।
দেশের কৃষি গবেষণা সেক্টরের ১৫টি প্রতিষ্ঠান বিএআরসি, বিএআরআই, বিআরআরআই, বিজেআরআই, বিনা, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, এসআরডিআই, এফআরআই, বিএলআরআই, বিএফআরআই, বিটিআরআই, বিএসআরটিআই, সিডিবি এবং বারটান-এর বিজ্ঞানীদের সমন্বয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে।
সভায় বিজ্ঞানীরা গবেষণা খাতের অগ্রগতি ও বিজ্ঞানীদের পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ ছায়ফুল্লাহ, সদস্য পরিচালক, বিএআরসি, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুস ছালাম, সদস্য পরিচালক, বিএআরসি। সভা সঞ্চালনা করেন ড. মোঃ আল-মামুন, পিএসও, বিজেআরআই।
স্বাগত বক্তব্যে ড. মোঃ মসিউর রহমান, সিএসও, বিএআরআই, দূর-দূরান্ত থেকে আগত বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। সভায় আরও উপস্থিত ছিলেন ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা, ড. মোঃ আলমগীর হোসেন, ড. মোঃ মনির হোসেন, ড. মোঃ গোলাম মাহবুবসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় বেতন কমিশনের নিকট বিজ্ঞানীদের ন্যায্য দাবি-সংবলিত স্মারকলিপি পেশ করা হবে।
বিজ্ঞানীরা দেশের কৃষি গবেষণার উন্নয়ন ও বিজ্ঞানীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
























